কল্যাণপুরে জঙ্গি নাটক
সাবেক আইজিপি শহীদুলসহ তিনজনকে ফের জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’তে জঙ্গি সন্দেহে ৯ যুবককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে ফের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাকি দুইজন হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।
বুধবার (৭ মে) তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দিয়ে সময় আবেদন করে।
পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। আগামী ১৪ জুলাই হবে পরবর্তী শুনানি।
এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৫, ২৭ ও ২৯ তারিখে পুলিশের সাবেক এই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এর আগে গত ৯ এপ্রিল পুলিশের এই তিন কর্মকর্তাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল। সেই অনুযায়ী ২০, ২১ ও ২২ এপ্রিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা।
উল্লেখ্য, ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের একটি বাসায় কথিত ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে নাটক সাজানো হয়। ওই অভিযানে নয়জন ইসলামি মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই ঘটনার ভিন্ন ভাষ্য আসতে থাকে। এর মধ্যে গত ৬ মার্চ ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।
(ঢাকাটাইমস/০৭মে/এসএস/এমআর)

মন্তব্য করুন