ঢাকার পুঁজিবাজারে পাক-ভারত হামলার জের, সূচকের ভয়াবহ পতন

পাকিস্তানে ভারতের হামলার পর আজ বুধবার (৭ মে) বাংলাদেশের শেয়ারবাজারে সূচকের ভয়াবহ পতন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১৪৯.৩২ পয়েন্ট। শেয়ার লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে, ৯টির বেড়েছে এবং অপরিবর্তি রয়েছে ৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তারা বিনিয়োগ নিরাপদ করতে চাইছে বলে বাজারে এই তাৎক্ষণিক ধস দেখা দেয়।
পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় মঙ্গলবার দেবাগত মধ্যরাতে ভারত ‘অপারেশন সিন্ধুর’ নাম দিয়ে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে মিসাইল হামলা চালায়। এতে ২৬ জন নিহত ও ৪০ জন সাধারণ মানুষ আহত হয়। এরপর পাকিস্তানও পাল্টা জবাব দেয়। তাদের দাবি তারা ভারতের পাঁচটি যুদ্ধকিমান ভূপাতিত এবং একটি সেনা ব্রিগেট দপ্তর ও কয়েকটি সেনা চৌকি ধ্বংস করেছে।
আজ বাজারে লেনদেনের শুরু থেকেই সূচক পড়তে থাকে। ডিএসইর ওয়েবসাইট থেকে দেখা যায়, প্রথম পাঁচ মিনিটেই সার্বিক সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। এরপর ১০ মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচক কমে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ। দুপুর সাড়ে ১২টায় ১২৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৯ শতাংশ হারিয়ে ফেলে ডিএসইএক্স।
দিন শেষে ১৪৯.৩২ পয়েন্ট বা ৩.০২ শতাংশ হারিয়ে সার্বিক সূচক অবস্থান করে ৪৮০২.৪১ পয়েন্টে। ২০১৩ সালের পার এটাই সর্বোচ্চ সূচকপতন।
আজ সবর্মোট লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার।
(ঢাকাটাইমস/৭মে/মোআ)

মন্তব্য করুন