আশকোনা ক্যাম্পে প্রিমিয়ার ব্যাংকের হজ বুথ উদ্বোধন

হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজলুর রহমান বিশ্বাস, সাবেক হজ্জ পরিচালক, হেড অব বিজনেস সলিউশন, হজ ক্যাম্প; উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ সহ ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের মোহাম্মদ ইশরাত হোসেন খান; মো. সেলিমুজ্জামান, এভিপি, হজ বুথ ব্যবস্থাপক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে ব্যাংক ও হাজীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
(ঢাকাটাইমস/০৭মে/এমআর)

মন্তব্য করুন