ভারতের যুদ্ধের নাম ‘অপারেশন সিঁদুর’ , পাকিস্তানের ‘নারায়ে তাকবির’, জানুন নামকরণের কারণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ০৯:৩৯| আপডেট : ০৭ মে ২০২৫, ১১:৪৭
অ- অ+

পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে 'অপারেশন সিঁদুর' নামে অভিহিত করেছে ভারত। সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ভারতের ‘অপারেশন সিঁদুর’ এর জবাবে পাকিস্তান নিজেদের ফিরতি হামলার নাম দিয়েছে ‘নারায়ে তাকবির। ’ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের আজাদ কাশ্মীরে বুধবার (৭ মে) মধ্যরাতে মিসাইল হামলা চালানো হয়েছে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুই শিশুসহ আটজন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে ২৫ জন।

হামলার পরপরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জিও টিভিকে জানান, “আকাশ ও স্থলে পাকিস্তানের জবাব চলছে।” পাকিস্তান নিজেদের ফিরতি হামলার নাম দিয়েছে ‘নারায়ে তাকবির।

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সঙ্গে বুধবার (৭ এপ্রিল) এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি।

‘সিঁদুর’ শব্দটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর তাৎপর্য বহন করে। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। সামরিক বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে। এই নামটি পহেলগামে হামলায় নিহত নাগরিকদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মা-বোনদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতেই এই নামকরণ করা হয়েছে।

পাকিস্তান ইসলামী রাষ্ট্র। তাই পাকিস্তান নিজেদের ফিরতি হামলার নাম দিয়েছে ‘নারায়ে তাকবির। ‘নারায়ে তাকবির’ এর মধ্যে ১ম ‘নারায়ে’ শব্দ উর্দু। এর অর্থ : ধ্বনী বা উচ্চ আওয়াজ। আর দ্বিতীয় ‘তাকবির’ আরবি শব্দ। অর্থ : আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব। উর্দু ও আরবি শব্দের সংমিশ্রণে ‘নারায়ে তাকবির’ অর্থ হলো, ‘তোমরা উচ্চ আওয়াজে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও।’

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল। ১৯৪৭ সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে। সম্প্রতি ভারতের জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তান দুদেশের মধ্যে নতুন করে যুদ্ধে পরিণত হয়েছে।

(ঢাকাটাইমস/৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা