ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অষ্টম বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ মে) সকালে স্থানীয় দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্টের উপ যুবপ্রধান-১ ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মিজানুর রহমান, অ্যাডহক কমিটির সদস্য মোশাররফ হোসেন বেলাল, ডা. কাজী শান্তনু সায়হাম অর্নব, আশরাফুল ইসলাম বাবু, মো. তানভীর রুবেল, শাহ আলম পালোয়ান, জেলা শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, রেড ক্রিসেন্ট যুব ইউনিট প্রধান ইফতিয়ার উদ্দিন রিফাত প্রমুখ।
প্রতিযোগিতায় প্লেথেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। আগামীকাল বৃহস্পতিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
(ঢাকাটাইমস/৭মে/মোআ)

মন্তব্য করুন