পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ট্রাম্প

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ০৮:৫৩| আপডেট : ০৭ মে ২০২৫, ১১:১০
অ- অ+

ভারত পাকিস্তানে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। পাকিস্তান বলছে, পাঁচটি স্থানে হামলা হয়েছে। এতে অন্তত সাতজন নিহত এবং১২ জন আহত হয়েছে।

পাকিস্তানে এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, এটা লজ্জাজনক।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওভাল অফিসে ঠিক প্রবেশের সময়ই আমরা খবরটা পেলাম।

ট্রাম্প বলেন, আমি মনে করছি অতীতের কিছু ঘটনার ওপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, অনেক যুগ ধরে একে অপরের সঙ্গে লড়াই করে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, সঠিক করে বলা হলে, এক শতক ধরে তারা লেগে আছে বলে মনে করতে পারেন। আশা করছি এটি দ্রুতই শেষ হবে।

পাকিস্তানে হামলা চালানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত-পাকিস্তান উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা