মণিপুরে মুখ্যমন্ত্রীর গাড়ি বহরে হামলা, নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ

ফের উত্তপ্ত মণিপুর। এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের গাড়ি বহরে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। হামলায় মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী।
মণিপুরের মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্র জানিয়েছে, রাজধানী ইম্ফল থেকে জিরিবামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপরে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।
সূত্রটি জানিয়েছে, হামলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা মোইরাংথেম আজেশ (৩২) নামে এক রক্ষী আহত হয়েছেন। তিনি বিষ্ণুপুর জেলার থাঙ্গা নাগারম লেইকাইয়ের বাসিন্দা। তার ডান কাঁধের পেছনের অংশে গুলি লেগেছে। তাকে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে এ ঘটনাকে ঘিরে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
জানা গেছে, চলতি সপ্তাহেই মণিপুরের জিরিবামে হিংসা ছড়ানোর অভিযোগ আসে। গত ৬ জুন এক ব্যক্তির মাথাহীন মরদেহ উদ্ধার হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনাতে কেন্দ্র করে জিরিবামে প্রায় ৭০টিরও বেশি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক সরকারি দপ্তরেও আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে শতাধিক মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেখানেই যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে হিংসার উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। মাসের পর মাস কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে মণিপুরে শতাধিক মানুষ প্রাণ হারান।
সূত্র: ইন্ডিয়াটুডে
(ঢাকাটাইমস/১০জুন/এমআর)

মন্তব্য করুন