ইইউ নির্বাচনে হার, বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৪, ১৬:৩১| আপডেট : ১০ জুন ২০২৪, ১৬:৩৫
অ- অ+

ইউরোপীয় নির্বাচনে খারাপ ফলাফলের পর নাটকীয় ঘটনার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু।

ইতালীয় বার্তাসংস্থা এজেনজিয়া নোভার প্রতিবেদনে বলা হয়, ফেডারেল নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এতে তার দল ওপেন ফ্লেমিশ লিবারেল অ্যান্ড ডেমোক্র্যাটসের (ওপেন ভিএলডি) উল্লেখযোগ্য পরাজয় হয়েছে। নির্বাচনে দলটি মাত্র ৫.৯ শতাংশ ভোট পেয়েছে এবং এরপরই পদত্যাগের ঘোষণা দেন আলেকজান্ডার ডি ক্রু।

নির্বাচনে নিজের দলের পরাজয় স্বীকার করে ডি ক্রু বলেছেন, ‘আগামীকাল আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’

তবে হতাশাজনক ফলাফল সত্ত্বেও ডি ক্রু উদারপন্থিদের ভবিষ্যৎ সম্পর্কে এখনো বেশ আশাবাদী। তিনি বলেছেন, তারা ‘শক্তিশালী। আমরা ফিরে আসব।’

অবশ্য ডি ক্রু পদত্যাগ করলেও নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে বেলজিয়াম আগামী ৩০ জুন পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের সভাপতিত্ব করবে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতি ছয় মাসে পরিবর্তিত হয়।

গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং এর ফলে বেসামরিক হতাহতের বিরুদ্ধে সবচেয়ে বেশি আওয়াজ তুলেছেন এমন ইউরোপীয় নেতাদের মধ্যে ডি ক্রু অন্যতম।

গত বছরের ডিসেম্বরে ডি ক্রু তার বিবৃতিতে বলেছিলেন ইউরোপ মহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের লোকেরা একটি ভয়ানক যুদ্ধের মুখোমুখি হচ্ছে এবং ‘আমরা জানি আমাদের এক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে।’

এছাড়া গত নভেম্বরে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সাথে ইসরায়েল ও ফিলিস্তিন সফরে নেতানিয়াহুর প্রশাসনের গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে তাদের করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন ডি ক্রু।

অন্যদিকে বেলজিয়াম পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ইউরোপীয় ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে নিয়ে এসেছিল। কিন্তু এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।

সূত্র: আনাদোলু

(ঢাকাটাইমস/১০জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা