ইয়েমেনে নৌকাডুবিতে ৩৯ অভিবাসীর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৪, ১৬:৩৪| আপডেট : ১১ জুন ২০২৪, ১৭:১৯
অ- অ+

ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং স্থানীয় কর্মকর্তারা। এ ঘটনায় ৭১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনো ১৫০ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বাতা সংস্থা বিবিসি।

জীবিতরা উদ্ধারকারীদের জানিয়েছেন, নৌকাটি ২৬০ অভিবাসী নিয়ে যাত্রা করেছিল। সোমবার প্রবল বাতাসে কারণেই নৌকাটি ডুবে যায়।

আইওএম বলেছে, ৭১ জন বেঁচে যাওয়াকে সহায়তা প্রদান করছে এবং নিখোঁজ ১৫০ জনের সন্ধান অব্যাহত রয়েছে।

এডেনের পূর্বে রুদুমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে যাত্রা করা অভিবাসীদের মধ্যে বেশিরভাগ ইথিওপিয়ার নাগরিক, যারা উপসাগরীয় রাষ্ট্রগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করে।

রুদুম জেলার প্রশাসক হাদি আল খুরমা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নৌকাটি তীরে কাছাকাছি ডুবে যায়। মৎস্যজীবী এবং বাসিন্দারা বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হন।

তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে অভিযান এখনো চলছে এবং ঘটনাটি জাতিসংঘকে জানানো হয়েছে।

জাতিসংঘের হিসাবে, গত বছর আফ্রিকা থেকে প্রায় ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে পৌঁছেছে। ইয়েমেনে যুদ্ধ এবং লোহিত সাগরে জাহাজে সাম্প্রতিক হুতি হামলা সত্ত্বেও অভিবাসীদের এই যাত্রা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা