চীনে মার্কিন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে ছুরিকাঘাত  

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৪, ১৬:৩৭| আপডেট : ১১ জুন ২০২৪, ১৭:১৮
অ- অ+

চীনের একটি পার্কে এক অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে চারজন মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বাতা সংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আহত চার জনই যুক্তরাষ্ট্রের আইওয়া কর্নেল কলেজের শিক্ষক। সোমবার উত্তর চীনের জিলিন প্রদেশের একটি পাবলিক পার্কে বেড়াতে গেলে তাদের ওপর এই হামলা হয়।

এক বিবৃতিতে কর্নেল কলেজ জানিয়েছে, এই চারজন শিক্ষক চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে সেখানে পড়াতে গেছেন। সোমবার পার্ক পরিদর্শনের সময় দলটির সঙ্গে বেহুয়া বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য ছিলেন।

এদিকে আইওয়া রাজ্যের জনপ্রতিনিধি অ্যাডাম জাবনের বলেছেন, চীনে হামলায় আহত চারজনের মধ্যে তার ভাই রয়েছে। তার ভাইয়ের নাম ডেভিড।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জাবনের জানান, শিক্ষকদের দলটি সোমবার বেশান পার্কে একটি মন্দির পরিদর্শন করছিলেন যখন এক ব্যক্তি ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় তার ভাইয়ের হাতে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি এখনো হাসপাতালে। তাকে ছাড়পত্র দেয়া হয়নি, তবে তিনি সুস্থ হয়ে উঠছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারো আঘাতই গুরুতর নয়, সবার অবস্থা স্থিতিশীল।

হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের কোনো উত্তর দেননি মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

তিনি বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং তদন্ত অব্যাহত রয়েছে৷ চীনকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসাবে বিবেচনা করা হয় এবং বিদেশিরা যাতে নিরাপদ থাকে তা নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

মুখপাত্র আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না।’

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, তারা জিলিনে ছুরিকাঘাতের ঘটনা সম্পর্কে অবগত। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।

এদিকে এই ঘটনার ছবি ও ভিডিও চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, অন্তত তিনজন রক্তাক্ত এবং মাটিতে পড়ে আছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টগুলো সরিয়ে ফেলে চীনা কতৃপক্ষ।

প্রসঙ্গত, চলোমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সাম্প্রতিক সময়ে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বেইজিং ও ওয়াশিংটন।

সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী পাঁচ বছরে ৫০ হাজার তরুণ আমেরিকানকে চীনে আমন্ত্রণ জানানোর একটি পরিকল্পনা উন্মোচন করেছেন। তবে চীনা কূটনীতিকরা বলছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি ভ্রমণ নির্দেশিকায় আমেরিকানদের চীনে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১১জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা