সূচক ও লেনদেনের উত্থানে ঈদের ছুটিতে গেল পুঁজিবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে এটি ছিল পুঁজিবাজারের শেষ কার্যদিবস। এদিন সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। এছাড়া বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
জানা গেছে, শেষ কার্যদিবসে ডিএসইতে ৪২৩ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭২ কোটি ৩৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৭৯ লাখ টাকার ।
দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২১ পয়েন্টে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৭ পয়েন্টে।
বৃহস্পতিবার সিএসইতে ১৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ৮৭টির এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে এদিন ১১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
(ঢাকাটাইমস/১৩জুন/এজে)

মন্তব্য করুন