আজও ডিএসইর সূচকে পতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৬:৫৭
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসইতে এদিন ১ হাজার ১৫ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৮ কোটি ১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকা।

দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯ পয়েন্টে।

মঙ্গলবার সিএসইতে ২৪২টি প্রতিষ্ঠানের ১৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির এবং ১৬টির দর অপরিবর্তিত রয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে আ.লীগ নেতা মীর লতিফ গ্রেপ্তার
বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর 
যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার, কী মামলা যুব মহিলা লীগের এই নেত্রীর বিরুদ্ধে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা