সোমবার সূচকের বড় পতনে শেষ ডিএসইর লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৬৭ কোটি ৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার ।
দিনভর লেনদেন হওয়া ৪০৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩৩৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৩ পয়েন্টে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৫৭ পয়েন্টে।
সোমবার সিএসইতে ২৬৯টি প্রতিষ্ঠানের ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৮টির দর বেড়েছে, কমেছে ১৮৬টির এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এজে)

মন্তব্য করুন