১৮ জুন পর্যন্ত বন্ধ ডিএসই ও সিএসইর লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৪ জুন (শুক্রবার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচ দিন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার শেষ কার্যদিবসে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঈদের ছুটি শেষে আগামী ১৯ জুন (বুধবার) থেকে দেশের উভয় পুঁজিবাজার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম ফের চালু হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের ছুটি শুরু হচ্ছে ১৬ জুন, রবিবার থেকে। যা চলবে ১৮ জুন, মঙ্গলবার পর্যন্ত।
এর আগে, ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিন বন্ধ থাকবে ডিএসই ও সিএসইর শেয়ার লেনদেন।
(ঢাকাটাইমস/১৩জুন/এজে)

মন্তব্য করুন