মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আলফাজ আলী (৪৮)। তিনি যশোরের শার্শা উপজেলার শওকত আলী গুলজারের ছেলে। ছয় বছর ধরে পলাতক ছিলেন তিনি।
বুধবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. আলফাজ আলী (৪৮) ২০১৫ সালের ১৪ মার্চ মাদক বিক্রয়ের সময় ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন। ওই সময় তার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তিনি দেড় বছর জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান।
তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করার পর আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো. আলফাজ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডদেন। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। এর পর দারুস সালাম থানার ওসির অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র্যাব-২ ও র্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে গত মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।
ঢাকাটাইমস/১৯জুন/এফএ)

মন্তব্য করুন