কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’,  ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৪, ১২:৪৯| আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২:৫৬
অ- অ+

যুক্তরাজ্যে এতিহাসিক পরাজয় বরণ করতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি। নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির কেয়ারি স্টারমার।

ভোটগ্রহণ শেষে শুক্রবার ফল ঘোষণা চলছে। বিরোধী লেবার পার্টি ইতোমধ্যেই নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে। ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫০টি আসনের মধ্যে লেবার পার্টির প্রার্থীরা ৪০০টিরও বেশি জিতেছে। আর কনজারভেটিভরা জিতেছেন ১০টিরও বেশি আসনে। লিবারেল ডেমোক্রেট পার্টি বড় জয় পেয়েছে। আর স্কটিশ ন্যাশনাল পার্টি তাদের বেশিরভাগ আসন হারিয়েছে।

এখন পর্যন্ত লেবার পার্টি ৪১০টি, কনজারভেটিভ ১১৯, লিবারেল ডেমোক্রেট ৭০, স্কটিশ ন্যাশনাল পার্টি ৮, এসএফ ৭ এবং অন্যান্য দল ২৬ আসন পেয়েছে।

নির্বাচনে রেকর্ডসংখ্যক সিনিয়র কনজারভেটিভ মন্ত্রী তাদের আসন হারিয়েছেন। ঋষি সুনাকের সরকারের ১০ জনের মতো মন্ত্রী তাদের আসনে পরাজিত হয়েছেন।

তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস, হাউস লিডার পেনি মর্ডান্ট, শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার, বিজ্ঞানমন্ত্রী মিশেল ডোনেলান

বিচারমন্ত্রী অ্যালেক্স চাক, পিটার বটমলি, যিনি পার্লামেন্টে সবচেয়ে বেশি সময় ধরে থাকা আইনপ্রণেতা ছিলেন, সাবেক মন্ত্রী জ্যাকব রিস-মগ।

লেবার পার্টির ভূমিধস জয়ের মধ্য দিয়ে স্যার কিয়ার স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নিজের আসনে জয়ের পর স্টারমার বলেছেন, “পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই.. এখন আমাদের জন্য দেওয়ার সময়।”

এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। তবে জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ প্রথম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনের মধ্যদিয়ে ২০১০ সালের পর ডাউনিং স্ট্রিটে আবারও একজন লেবার প্রধানমন্ত্রী আসতে চলেছেন। অন্যদিকে কনজারভেটিভদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই হবে। কারণ ঋষি সুনাক নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে মনে হচ্ছে।

কনজারভেটিভ অর্থাৎ টোরিরা লিবারেল ডেমোক্র্যাট ও নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির দিক থেকেও চ্যালেঞ্জের মুখে আছে। কারণ এই দল দুটি আগের চেয়ে বেশি আসন পাচ্ছে।

(ঢাকাটাইমস/০৫জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বঙ্গবন্ধু পরিষদের নেতার কাছে চাঁদা দাবি: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা