পদত্যাগ করলেন ঋষি সুনাক, ছাড়লেন বাকিংহাম প্যালেস

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৪, ১৯:৫১
অ- অ+

যুক্তরাজ্যের সাধারণনির্বাচনে লেবারদের কাছে ভরাডুবির প্রেক্ষিতে দলীয় প্রধান প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবার পর পরই সস্ত্রীক বাকিংহাম প্যালেস ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার বিবিসি তথ্য নিশ্চিত করেছে।

ব্যাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে সুনাকের জমা দেওয়া পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন রাজা প্রথম লর্ড।

বিবিসির এক সংবাদদাতা জানান, ভবন থেকে বেরিয়ে সুনাকের গাড়িটি দ্রুত গেট অতিক্রম করে।এটিই তার অফিসে থাকাকালীন শেষ কার্যক্রম ছিল।

শুক্রবার নিজ আসন এলাকায় দেওয়া এক ভাষণে সুনাক বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, নির্বাচনে লেবার পার্টি জিতেছে। আমি স্যার কেইর স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।

ক্ষমতা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে জানিয়ে কনজারভেটিভ পার্টির এই নেতা বলেন, ব্রিটিশ জনগণ আমাদের বিরুদ্ধে নির্মম এক রায় দিয়েছে। আমার দলের পরিশ্রমী সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি। তবে, এই ফল থেকে তাদের দলের অনেক কিছু শেখার রয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনের মোট ৬৪৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ৪১২ আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন। ছাড়া নির্বাচনে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। আর ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে লিবারেল ডেমোক্র্যাটসরা। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি নয়টি এবং এসএফ সাতটি আসনে জয়লাভ করেছে। যেখানে অন্যান্যরা পেয়েছেন ২৮টি আসন।

(ঢাকাইমস/০৫জুলাই/এফএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বঙ্গবন্ধু পরিষদের নেতার কাছে চাঁদা দাবি: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা