বিজয়ী ইউকে লেবার পার্টিকে বাংলাদেশ লেবার পার্টির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৪, ১৫:৫০
অ- অ+

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লেবার নেতা স্যার কিয়ার ষ্টারমার-এর নেতৃত্বে ঐতিহাসিক ও নিরঙ্কুশভাবে বিজয়ী ইউকে লেবার পার্টিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

শনিবার বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় লেবার পার্টির চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ইউকে লেবার পার্টির নেতা স্যার কিয়ার ষ্টারমার-এর নেতৃত্বে ঐতিহাসিক বিজয়ে বিশ্বব্যাপী গণতান্ত্রিক জনগণ ও শ্রমজীবী মেহনতি জনতা আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা ইউকে লেবার পার্টিকে বিজয়ী করায় যুক্তরাজ্যের সাধারণ জনগণকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, স্যার কিয়ার ষ্টারমার-এর নেতৃত্বে যুক্তরাজ্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে আরো শক্তিশালী হবে। যুক্তরাজ্যের নতুন গণতান্ত্রিক সরকার বাংলাদেশসহ অগণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে।

ডাঃ ইরান আরও বলেন, আমরা বাংলাদেশ লেবার পার্টি লেবার ইন্টারন্যাশনালের সহযোগী সদস্য হিসাবে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ইউকে লেবার পার্টির সাথে আরো সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহ ও সহযোগিতা প্রত্যাশা করছি।

(ঢাকাটাইমস/০৬জুলাই/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপটি, বাড়ছে বাতাসের গতিবেগ
সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালিত, কর্মসূচি চলবে
অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সতর্কতায় ৩ নম্বর স্থানীয় সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা