শ্রীপুরে ‘পরকীয়ার জেরে’ যুবকের আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৪, ০৯:৪৭
অ- অ+
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে ‘পরকীয়ার জেরে’ আফজাল হোসেন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন গাজীপুর গ্রামের উসমান মাস্টারের ছেলে। তিনি পরকীয়া ঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

প্রতিবেশীরা জানান, সোমবার বিকাল থেকে নিজ ঘরে দরজা বন্ধ করে রাখেন আফজাল। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সাড়া না পেয়ে সন্ধ্যার দিকে দরজা ভাঙেন নিহতের স্বজনরা। এসময় ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় আফজালকে দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, পরকীয়ার কারণে আফজাল হোসেনের স্ত্রী দুই বছর আগে তাকে ছেড়ে চলে যান। এরপর পরকীয়া প্রেমিকা লুবনা নামে এক নারী রবিবার আফজালের বাড়িতে ওঠেন। সোমবার স্থানীয় লোকজনের সহায়তায় লুবনার স্বামী শুভ মিয়া তাকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর থেকেই দরজা বন্ধ করে ঘরে বসেছিলেন। সন্ধ্যায় করেন আত্মহত্যা।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ঢাকা টাইমসকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

(ঢাকাটাইমস/০৯জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া, গাড়ি চালিয়ে নিয়ে গেলে তারেক রহমান
ট্রাফিক ইন-সার্ভিস সেইফ ড্রাইভিং কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা