ম্যানিলা উপসাগরে তেলের ট্যাঙ্কার ডুবি, তেল ছড়িয়ে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১৭:৫৫| আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৮:৩০
অ- অ+

১৪ লাখ লিটার শিল্প জ্বালানী তেল বহনকারী একটি ফিলিপাইনের পতাকাবাহী ট্যাঙ্কার দেশটির রাজধানী ম্যানিলার উপকূলে ডুবে গেছে। এতে সাগরের বিস্তীর্ণ এলাকায় তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তেল ছড়িয়ে পড়া ঠেকাতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার ভোরে ‘এমটি টেরা নোভা’ নামে ট্যাঙ্কারটি মধ্যাঞ্চলীয় শহর ইলোইলোর দিকে যাওয়ার পথে রাজধানী ম্যানিলার কাছে বাতান প্রদেশের লিমা পৌরসভা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ম্যানিলা উপসাগরে ডুবে গেছে।

দেশটির পরিবহণ সচিব জেইম বাউটিস্তা এক ব্রিফিংয়ে বলেন, টাইফুন গায়েমির প্রভাবে শক্তিশালী বাতাস এবং উচ্চ ঢেউয়ের কারণে ট্যাঙ্কারটির ডুবে গেছে।

বাউটিস্তা বলেন, ‘আমরা ১৭ জন ক্রুর মধ্যে ১৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। একজন নিখোঁজ রয়েছেন।’ ক্রুদের মধ্যে চার জন চিকিৎসা নিচ্ছেন।

নিখোঁজ ক্রু সদস্যের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে ফিলিপাইনের কোস্টগার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ট্যাঙ্কারটি শেষ পর্যন্ত ডুবে গেছে।’

উপকূলরক্ষীরা বলেছে, ‘উত্তর-পূর্ব দিকে প্রায় ৩.৭ কিলোমিটার জুড়ে তেল ছড়িয়ে পড়েছে। তেল ছড়ানো ঠেকাতে সামুদ্রিক পরিবেশ সুরক্ষা কর্মীদের সাহায্য করার জন্য একত্রিত করা হয়েছে।

কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল রনি গাভান বলেছেন, তিনি তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। টাইফুন গায়েমি ম্যানিলা ও আশেপাশের অঞ্চলে আঘাতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের কারণে জাহাজটি ডুবে গেছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা