বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ এমপিকে বহিষ্কার করল লেবার পার্টি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১৯:১৮
অ- অ+

বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ এমপিকে ছয় মাসের জন্য দল থেকে বহিষ্কার করেছে লেবার পার্টি। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে পার্লামেন্টে দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেয়ার পক্ষে ভোট দেয়ায় তাদের বহিষ্কার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বহিস্কার হওয়া এপিদের মধ্যে রয়েছেন- সাবেক শ্যাডো চ্যান্সেলর (ছায়া অর্থমন্ত্রী) জন ম্যাকডোনেলসহ রিচার্ড বার্গন, ইয়ান বার্নি, রেবেকা লং-বেইলি, ইমরান হুসেন, আপসানা বেগম ও জারাহ সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে। আগামী ছয় মাস তারা স্বতন্ত্র এমপি হিসেবে ভূমিকা পালন করবেন।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির দেশের দুই সন্তানের সুবিধার সীমা বাতিল বরতে একটি প্রস্তাব আনে। তবে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১০৩ জন এবং বিপক্ষে পড়েছে ৩৬৩ ভোট। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে।

এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন বাবা-মায়েরা। বর্তমানে শুধু দুই সন্তানের জন্য এই সুবিধা পাচ্ছেন তারা। ২০১৭ সালে দুই সন্তানের সুবিধা চালু করে কনজারভেটিভ সরকার। উল্লেখ্য, চলতি মাসে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির বিপক্ষে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এই নির্বাচনেই লেবার পার্টির হয়ে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী। এরমধ্যে পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো জয় পান আপসানা বেগম।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা