শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় আগামী ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার একটি সরকারী বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ১৫ আগস্ট।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যা দেশটির কয়েক দশক ধরে চলা আর্থিক সংকট নিরসণ ও ভবিষ্যত নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। ।
২০২২ সালের মে মাসে অর্থনৈতিক সংকট ও জনগণের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে দেশটির প্রধানমন্ত্রীরে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। এর এক সপ্তাহে পরই তীব্র বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুর পালিয়ে যান তিনি।
গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র শ্রীলঙ্কার স্পিকারের নিকট হস্তান্তর করেন। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।পরে পার্লামেন্টের সংসদ সদস্যদের ভোটে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে।
(ঢাকাটাইমস/২৬জুলাই/এমআর)

মন্তব্য করুন