যুক্তরাজ্যে নৃত্য কর্মশালায় ছুরি হামলায় দুই শিশু নিহত, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৪, ০৯:০৭| আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৯:৩০
অ- অ+

যুক্তরাজ্যে শিশুদের নৃত্য কর্মশালায় ‘হিংস্র’ ছুরি হামলায় দুই শিশু নিহত এবং নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সাউথপোর্টের হার্ট স্ট্রিটে টেলর সুইফট-থিম ইভেন্টে শিশুদের রক্ষা করার চেষ্টা করার সময় ছুরিকাঘাতে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও গুরুতর অবস্থায় রয়েছেন।

হত্যা এবং হত্যার চেষ্টায় জড়িত সন্দেহে ল্যাঙ্কাশায়ার থেকে ১৭ বছর বয়সী এক বালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, হামলার প্ররোচনা ‘অস্পষ্ট’, তবে এটিকে সন্ত্রাস-সম্পর্কিত হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

একজন প্রত্যক্ষদর্শী দৃশ্যটিকে ভয়াবহ বলে বর্ণনা করে বলেছেন, তারা এরকম ঘটনা এর আগে আর দেখেননি।

যুক্তরাজ্যের রাজা এবং প্রধানমন্ত্রী নিহতদের প্রতি শ্রদ্ধা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চিফ কনস্টেবল সেরেনা কেনেডি সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা বিশ্বাস করি যে প্রাপ্তবয়স্করা যারা আহত হয়েছিলেন, তারা সাহসের সঙ্গে আক্রান্ত শিশুদের রক্ষা করার চেষ্টা করেছিলেন।”

তিনি যোগ করেন, “দুই কন্যার মা এবং পাঁচ বছর বয়সী নাতনির নানী হিসেবে, ভুক্তভোগীদের পরিবারগুলো বর্তমানে যে বেদনা ও যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা আমি কল্পনা করতে পারি না। আমি তাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই।

কেনেডি বলেন, ১৭ বছর বয়সী সন্দেহভাজন, যার কার্ডিফে জন্ম হয়েছিল, তাকে এখন গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবে।

মার্সিসাইড পুলিশ বলেছে, তারা হামলার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা খুঁজছে না এবং ঘটনার প্ররোচনা অস্পষ্ট।

কেনেডি বলেন, কাউন্টার টেররিজম পুলিশ নর্থ ওয়েস্ট মার্সিসাইড পুলিশকে তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে। কিন্তু ঘটনাটিকে সন্ত্রাস সম্পর্কিত হিসেবে বিবেচনা করা হচ্ছে না। বিবিসি।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা