ক্যারিবীয়দের টেস্ট না খেলতে চাওয়ার আসল কারণ জানালেন আন্দ্রে রাসেল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৫:২২

বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্জাইজি লিগেই ক্যারিবীয় ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করতে দেখা যায়। আর এজন্য তাদের বিরুদ্ধে বহু পুরোনো অভিযোগ যে তারা দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে টি-২০ লিগগুলোতে খেলতেই বেশি আগ্রহী। এমন প্রবণতার কারণ জানিয়েছেন আন্দ্রে রাসেল। রাসেলের মতে, শুধু অর্থের প্রলোভন নয়, ইচ্ছার অভাবই টেস্ট না খেলার আসল কারণ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত খেলার সময় বোর্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে জাতীয় দল থেকে সরে দাঁড়ান রাসেলসহ অন্য অনেক তারকা। তবে এখন ক্রিকেটারদের সঙ্গে উইন্ডিজ বোর্ডের তেমন সমস্যা নেই। তবুও তারা টেস্ট খেলতে অনাগ্রহী কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘আমার মনে হয় না কেউ শুধু অর্থের লোভে খেলছে। অর্থ কোনো সমস্যাই নয়। যেভাবে গোটা বিশ্বে টি-টোয়েন্টি লিগ ছড়িয়ে পড়েছে, তাতে আমার মনে হয় তরুণ ক্রিকেটাররা টেস্ট খেলার প্রতি আগ্রহ হারিয়েছে।’

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক ফর্ম দেখেও অনেকে ইচ্ছা হারাচ্ছেন বলে মনে করেন রাসেল। তার কথায়, ‘দেশের বাইরে কোনো ক্রিকেটার বেশি রোজগার করলে সে সেই সুযোগটা নিতেই চাইবে। প্রত্যেকে বড় মঞ্চে খেলতে চায়। যদি টেস্ট ক্রিকেটকে বড় মঞ্চে তুলে ধরতে পারেন, তাহলে ওরা নিশ্চয়ই খুশি মনে টেস্ট খেলবে। শুধু অর্থই এর পেছনে জড়িয়ে, এটা কোনো ভাবেই মানতে পারছি না।’

সম্প্রতি ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন তারা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলছে।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষে ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

ভারত সিরিজের টেস্টে ডাক পাওয়া নিয়ে যা বললেন জাকের আলী 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বড় অঙ্কের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা 

মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: আসিফ মাহমুদ

ইনজুরির মাঝেই ফ্লুতে আক্রান্ত হয়ে পরের ম্যাচেও অনিশ্চিত মেসি

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অনুসারী এখন ১০০ কোটি, বিশ্বে তিনিই প্রথম

গুঞ্জনের মাঝে বিসিবিতে তামিম, কারণ জানালেন ফারুক

বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি, যা বললেন বিসিবি সভাপতি

বৃষ্টিতে পরিত্যক্ত, ইতিহাসের পাতায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ: দীনেশ কার্তিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :