পাকিস্তানের সঙ্গে বিসিবির সম্পর্ক নিয়ে খুশি মুশতাক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৪, ১১:০০
অ- অ+

কিছুদিন পরেই পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে বর্তমানে সে দেশেই অনুশীলনে ব্যস্ত রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও পূর্বসূচি অনুযায়ী আজ পাকিস্তান যাওয়ার কথা ছিল শান্ত বাহিনীদের। তবে আরও চার দিন আগে বাংলাদেশ দল পৌঁছে যায় পাকিস্তানে। যেখানে টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত টাইগাররা।

মূলত বেশ কিছুদিন ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর কিছু সময় দেশে বিরাজ করেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিরতা। সবকিছু মিলিয়ে দেশের মাটিতে ঠিকমতো অনুশীলন করতে ব্যাঘাত ঘটেছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এমনকি নিরাপত্তা সংকটে দেশেও ফেরেনি বিদেশী কোচিং স্টাফরা।

এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আহ্বান জানায় বিসিবিকে নির্ধারিত সময়ের পূর্বে তাদের দেশে গিয়ে পর্যাপ্ত অনুশীলন কর্মসূচি পালন করার। পিসিবির এমন প্রস্তাবে রায় দিয়ে গেল ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এমন সম্পর্ক দেখে বেশ খুশি বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘পিসিবি একটা কাজ অনেক ভালো করেছে। পিসিবি বিসিবিকে বলেছে, যেহেতু আপনাদের দেশের অবস্থা ভালো নয়, ফলে আপনারা দলকে আগে নিয়ে আসুন। আমরা আপনাদের দেখভাল করব। এটাকেই তো বলে ভ্রাতৃত্ববন্ধন। দারুণ সম্পর্ক। পিসিবি যেভাবে এই কাজটা করেছে তাতে বিসিবির কর্মকর্তা সবাই দারুণ খুশি হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে।’

‘যখনই অনুশীলন করা যাচ্ছিল না তারাই বিসিবিকে আগে কল করে বলেছে আপনারা এখানে চলে আসেন আগে। আমরা আপনাদের ব্যবস্থা করে দিতে পারব। এখানে পিসিবিকে আমি ধন্যবাদ দিতে চাই। এটা পিসিবি এবং বাংলাদেশের মাঝে দারুণ সম্পর্ক তুলে ধরে। বিসিবিও সামনে দুই দেশের মধ্যে ট্যালেন্ট এক্সচেইঞ্জিং প্রোগ্রামের কথা ভাবছে। ফলে আশা করি দুই দেশের মাঝে এই সম্পর্কটা আরও অনেক দিন ধরে চলবে। পিসিবি দারুণ কাজ করেছে এখানে।’-যোগ করেন তিনি।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা