কন্ডিশন বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে চার পেসারও খেলাতে পারে বাংলাদেশ: মুশতাক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৪, ১১:৩৭
অ- অ+

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২১ আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে টাইগাররা পুরোদমে অনুশীলন করছেন সেখানে। টেস্ট ক্রিকেটের কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছে নাজমুল শান্তর দল। দলের সঙ্গে আছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। অনুশীলনের পর লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক।

প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে এ নিয়ে মুশতাককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডির কন্ডিশন দেখে দলের সমন্বয় ঠিক করব। টেস্টে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাদের অবদান এড়ানোর সুযোগ নেই। আবার যদি কন্ডিশন ফাস্ট বোলারদের অনুকূলে হয়ে থাকে, তাহলে আমাদের ভালো মানের পেসারও আছে। আমরা চার পেসারও নামিয়ে দিতে পারি।’

পাকিস্তান সফরে বাংলাদেশ দলে পেসার হিসেবে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ। তাঁদের মধ্যে তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছেন এক বছরের বেশি সময় আগে। তবু পেসারদের নিয়ে আশাবাদী মুশতাক, ‘আমার মতে, বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে, তাদের দলে এখন বেশ ভালো কয়েকজন পেসার রয়েছে। অনুশীলনেই আপনারা ওদের দেখবেন। আমি মনে করি, তারা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো কিছুটা সময় লাগবে। তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে, তাহলে আশা করছি, তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।’

বাংলাদেশ দলে চার পেসার খেলানোর ঘটনা বিরলই বলতে হয়। সর্বশেষ একই ম্যাচে বাংলাদেশ দলে চারজন স্বীকৃত পেসার দেখা গিয়েছিল ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অবশ্য পাকিস্তানে টেস্ট জিততে হলে পেসারদের পাশাপাশি স্পিনারদের ভূমিকাও রাখতে হবে। স্পিনারদের সে সামর্থ্য আছে বলেও মনে করেন পাকিস্তানের হয়ে ৫২টি টেস্ট খেলা মুশতাক, ‘বাংলাদেশের স্পিনারদের মধ্যে তাইজুল (ইসলাম) আছে, (মেহেদী হাসান) মিরাজ আছে। তারা খুবই ভালো স্পিনার। ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়। তারা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। তাদের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের। দারুণ একটি দল আছে এখানে। বেশ ভালো ছেলে তারা। তারা কথা শোনে। আমার এই দলে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আশা করি, নিজের অভিজ্ঞতা দিয়ে এখানে পার্থক্য গড়ে দিতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের এই সিরিজে পুরো দলের কাছেই বড় আশা মুশতাকের, ‘তারা সবাই অনেক পরিণত। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি খেলার জন্য তারা উন্মুখ হয়ে আছে। ক্রিকেটারদের সঙ্গে ম্যানেজমেন্টের সম্পর্কও দারুণ। সাকিবের মতো ক্রিকেটার দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে দলে। মুশফিকুর রহিম আছে, শান্ত (নাজমুল হোসেন) আছে, তাসকিন আছে। তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে ভালো ভূমিকা রাখছে। আর সিরিজ খেলতে এসে এখানে ক্রিকেটেই সবার মনোযোগ রয়েছে।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। কিন্তু পিসিবি প্রস্তাব দেয়, বিসিবি যদি একটু আগে দল পাঠায়, তাহলে তাদের পাকিস্তানেই সব রকম অনুশীলন–সুবিধা দেওয়া হবে। বিসিবি সে প্রস্তাবে রাজি হয়ে দল পাঠিয়ে দেয় ১২ আগস্ট। পিসিবিকে এ কারণে আলাদা করে ধন্যবাদও জানিয়েছেন মুশতাক।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা