ফুটবলার ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৪, ১২:০২
অ- অ+

বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়িকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাতালান পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা আরও একজনকে খুঁজছে। বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

স্পেনের সংবাদমাধ্যম লা ভ্যানগার্দিয়া জানিয়েছে, কাতালুনিয়ার মাতারো অঞ্চলে ছুরিকাহত হন নাসরাউয়ি। নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে একটি জায়গায় গাড়ি পার্ক করার সময় এই ঘটনা ঘটে। সেখানে কিছু লোকের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। এরপর তারাই ফিরে এসে তাকে আক্রমণ করে ছুরি মারেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ইয়ামালের বাবাকে একাধিকবার ছুরির আঘাত করা হয়েছে।

এ মুহূর্তে মাতারো শহরের কান রুতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নাসারাউয়ি। গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল বলেই জানা গেছে। তবে এ ব্যাপারে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

গ্রেপ্তারকৃতদের মাতারো পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে চতুর্থ ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করার ব্যাপারে কাজ করে যাচ্ছে মাতারো পুলিশ। তবে এখনো পর্যন্ত পুলিশের তদন্তকারীরা নাসারাউয়ির সঙ্গে কথা বলেনি। তার শারীরিক অবস্থা আরেকটু ভালো হলেই পুলিশ তাঁর জবানবন্দী নেবে।

এই ঘটনাটি শুধু কথা–কাটাকাটির কারণেই হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে, আক্রমণকারীরা নাসারাউয়ির পূর্ব পরিচিত কি না, ছুরিকাহতের পেছনে অতীত শত্রুতার ব্যাপার আছে কি না-সব খতিয়ে দেখা হবে।

২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় লামিনে ইয়ামালের। দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েই ইয়ামাল বার্সেলোনার গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন।

স্পেন জাতীয় দলেও নিজেকে মেলে ধরেছেন ইয়ামাল। কিছু দিন আগে শেষ হওয়া ইউরো ২০২৪–এ স্পেনের শিরোপা জয়ে বড় ভূমিকা ইয়ামালের।

বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় এ ঘটনা ঘটেছে। ইয়ামাল এখানেই বড় হয়েছেন এবং তাঁর বাবা ও দাদি এখানেই বসবাস করেন।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা