কার্তিকের সর্বকালের দেশ সেরা একাদশে জায়গা হয়নি ধোনি ও কপিল দেবের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৪, ১৩:০৪
অ- অ+

ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক। নির্দিষ্ট কোনো ফরম্যাট নয়, তিন ফরম্যাট বিবেচনায় দল বানিয়েছেন তিনি। কার্তিকের এই দলে জায়গা হয়নি অধিনায়কদের অধিনায়ক খ্যাত মহেন্দ্র সিং ধোনি এবং ভারতকে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেবও।

কার্তিকের বেছে নেওয়া দলে রয়েছেন ৫ জন ব্যাটার, ২ জন করে অলরাউন্ডার, স্পিনার ও পেসার। ওপেনার হিসেবে কার্তিক দলে রেখেছেন বীরেন্দ্রর শেবাগ ও রোহিত শর্মাকে। দুজনেই আগ্রাসী ব্যাটার। টেস্ট এবং সাদা বলের ক্রিকেটে সাফল্য পেয়েছেন তারা।

তিন নম্বরে নামবেন রাহুল দ্রাবিড়। দলে কোনো বিশেষজ্ঞ উইকেটরক্ষক না থাকায় সেই দায়িত্ব পালন করতে হবে দ্রাবিড়কেই। এই দলে ব্যাটার হিসেবে আরও দুই গ্রেটকে রেখেছেন কার্তিক। বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার আছেন একাদশে।

অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজা। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই পারদর্শী তারা। ২০০৭ এবং ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যে বড় ভূমিকা ছিল যুবরাজের।

দলে দুই বিশেষজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলে। তারা টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। পেস বোলিং সামলাবেন জাসপ্রিত বুমরাহ এবং জহির খান। দলে দ্বাদশ ক্রিকেটার হিসেবে রয়েছেন হরভজন সিংহ।

কার্তিকের একাদশ

বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, যশপ্রীত বুমরাহ এবং জাহির খান।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা