একমাত্র স্পিনারও বাদ, পেস বোলিংয়ে বাংলাদেশকে কাবু করার পরিকল্পনা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ১২:৫৭
অ- অ+

চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। খানকার পিচ ও কন্ডিশন পেসবান্ধব বলে আগে থেকেই শোনা যাচ্ছে। প্রথম ম্যাচের আগে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে থাকা একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদকেও সরিয়ে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ স্বাগতিকরা নিশ্চিতভাবেই বাংলাদেশকে প্রায় পুরোপুরি পেস আক্রমণের মুখে ফেলতে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশও পেস বিভাগে ঝড় তুলতে প্রস্তুত।

রাওয়ালপিণ্ডি টেস্টের স্কোয়াডে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকে বাদ দেয়ার পর পাকিস্তানের স্কোয়াড এখন পুরোপুরি পেস নির্ভর। ফলে নিশ্চিতভাবে বলা চলে, সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের জন্য সবুজ ঘাসে ঢাকা উইকেট অপেক্ষা করছে। পাকিস্তানি পেসারদের সামনে তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে টাইগার ব্যাটাররা।

প্রথম টেস্টের স্কোয়াডে পেসারদের মধ্যে শাহিন আফ্রিদি ছাড়াও আছেন নাসিম শাহ, খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী এবং আমের জামাল। এদের মধ্যে চোটের কারণে প্রায় এক বছর টেস্ট না খেলা নাসিম শাহ এই ম্যাচ দিয়েই ফিরছেন।

তবে আমের জামালের খেলা অনেকটাই অনিশ্চিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানের সেরা বোলার ছিলেন আমের জামালই। সেই সিরিজে ১৮ উইকেট শিকার করা এই পেসার চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি।

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে শাহিনসে হয়ে খেলেছিলেন মির হামজা ও নাসিম শাহ। এবার জাতীয় দলের হয়ে টেস্ট খেলবেন তারা। অন্যদিকে আবরার ও কামড়ান খেলবেন শাহিনসের হয়ে। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও প্রথম টেস্টের দলে নেই। তিনি 'এ' দলের হয়ে দ্বিতীয় চারদিনের টেস্টটি খেলবেন। আগামী ২০ আগস্ট এই ম্যাচটি মাঠে গড়াবে।

রাওয়ালপিণ্ডি টেস্টের সবুজ উইকেটে অতিরিক্ত বাউন্স থাকবে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে চার পেসার নিয়ে একাদশ সাজাবে পাকিস্তান। তাদের সঙ্গে পঞ্চম বোলার হিসেবে হাত ঘুরাবেন আঘা সালমান। এই পার্টটাইম স্পিনারের ওপরেই থাকছে স্পিন বোলিংয়ের ভার।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/ এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা