বিসিবি সভাপতির পদ থেকে কবে পদত্যাগ করবেন পাপন?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ১৭:৪৫| আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:০৩
অ- অ+

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে দেশ। গোটা দেশে লেগেছে পরিবর্তনের ছোয়া। সেই পরিবর্তনের ঢেউ এসে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)।

কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে, বিসিবি ভবনের বাইরে বর্তমান বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যদের পদত্যাগ ও নানা দাবিতে আন্দোলন করছেন অনেকে।

শোনা যাচ্ছে, সেই দাবির মুখে বিসিবিপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন পাপন। নিজ মুখে না বললেও বোর্ডের পরিচালক পর্ষদের মধ্য থেকেই খবর ছড়িয়ে পড়েছে যে, পাপন আর বিসিবি সভাপতি হিসেবে থাকতে চান না। পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।

এই খবর ছড়িয়ে পড়ার পর সবাই ধরেই নিয়েছেন বিসিবি পরিচালক পর্ষদের সভাপতির পদে আর দেখা যাবে না পাপনকে। হয়তো খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন তিনি।

বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মনে একটি কৌতূহলী প্রশ্ন জেগেছে যে, কবে বিসিবি সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন নাজমুল হাসান পাপন?

যতদূর জানা গেছে, দেশে নেই পাপন। তাই পদত্যাগের দিনক্ষণ জানাও কঠিন। তারপরও বোর্ডের এক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পাপন নিজের সিদ্ধান্তে স্থির হয়েছেন। ভেতরে ভেতরে পদত্যাগের কাজ গুছিয়ে ফেলছেন। আগামী ২০ আগস্টের মধ্যেই হয়তো বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন পাপন।

জানা গেছে, পাপন সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও বিসিবি পরিচালক পর্ষদ থেকে পদত্যাগ করবেন না। এর অর্থ হলো, আগামী মঙ্গলবার নাগাদ তিনি যে পদত্যাগের ঘোষণা দেবেন, সেটা হবে বোর্ড প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা