পাকিস্তান-বাংলাদেশ টেস্ট: টস হওয়ার আগেই মধ্যাহ্নবিরতিতে দুই দল

ভেজা আউটফিল্ডের কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের প্রথম সেশনের খেলা মাঠে গড়ায়নি। এমনকি এখন পর্যন্ত টসও হয়নি ম্যাচে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টায় মধ্যাহ্নবিরতিতে গেছেন দুই দলের ক্রিকেটাররা। অর্থাৎ, টেস্টের প্রথম দিনের প্রথম সেশন বৃষ্টির কারণে নষ্ট হয়েছে।
আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। এক ঘণ্টা পর বাংলাদেশ সময় ১২টাতেও আরও একবার মাঠ পরিদর্শন করেছেন তারা। ক্রিকবাজ তখন জানিয়েছিল, বৃষ্টি না হলেও বোলারদের রানআপের জায়গা নিয়ে খুশি নন আম্পায়াররা। এরপর এক্সে পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টায় আরও একবার মাঠ পরিদর্শনে যাবেন ম্যাচ অফিশিয়ালরা।
রাওয়ালপিন্ডিতে আজ সকালে বৃষ্টি হয়েছে। এমন শঙ্কা আগে থেকেই অবশ্য ছিল। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছিল, রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনেই বৃষ্টি বাগড়া দিতে পারে।
এমন আবহাওয়া বাংলাদেশের একাদশে প্রভাব রাখতে পারে। বাড়তি সুবিধা নিতে পারে বাংলাদেশ দল খেলাতে পারে ৪ পেসার। প্রথম টেস্টের দলে বাংলাদেশ দলে চার পেসার হতে পারেন শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। যদিও পাকিস্তানের একাদশে প্রভাবের কোনো সুযোগ নেই। কারণ পাকিস্তান প্রায় দুই দিন আগে এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে।
(ঢাকাটাইমস/২১আগস্ট/ এনবিডব্লিউ)

মন্তব্য করুন