সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৪, ১৯:৫০
অ- অ+

ব্যাট ও বল হাতে বাংলাদেশ দলে অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান। এই অলরাউন্ডার ক্রিকেটের পাশাপাশি যুক্ত আছেন রাজনীতিতেও। আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মাগুরা থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গণ আন্দোলনের মুখে পতন হয়েছে সেই সরকারের।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের অবস্থান পরিষ্কার না করায় রোষানলে পড়েন সাকিব। দেশের এমন মুহূর্তে সাকিব কানাডায় খেলছিলেন গ্লোবাল টি-টোয়েন্টিতে। সেখান থেকে দেশে আসার কথা থাকলেও তিনি সরাসরি দলের যঙ্গে যোগ দেন পাকিস্তানে। তবে সামনের দিকে তার ভবিষ্যৎ কী হবে সেটাই জানতে চাওয়া হয় নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে।

দায়িত্বের প্রথম দিন সংবাদমাধ্যমে এসে সাকিবের ব্যাপারে নব নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বলেন, 'সাকিবের ব্যাপারে পলিসি কী হওয়া উচিত, তা নিয়ে বোর্ডের সঙ্গে আলাপ করব। সাকিব এখন যে অবস্থায় আছে, সেই অবস্থা সে চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করব। আমাদের এখন দুটি টেস্ট ম্যাচ আছে। তারপরে কী হবে, সেটা তখন বোর্ডের একটা পলিসির ব্যাপার হবে।'

তিনি আরও বলেন, 'এখন যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো যে তাকে (সাকিব) দলে নিবা না, তাহলে সেটা পলিসির ব্যাপার হতো। তখন সেই দায়টা বোর্ডের ওপর আসতো। সাকিব বাইরে ঘুরে ঘুরে খেলতে পারবে কি না সেটা একটা ব্যাপার। সেটা আমরা ভালোভাবে দেখবো।'

(ঢাকাটাইমস/২১আগস্ট/ এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা