শাকিল-আইয়ুবের পর রিজওয়ানেরও অর্ধশতক, বড় সংগ্রহের পথে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করেছে পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ভর করে দলীয় রান ইতোমধ্যে ২০০ পার করে ফেলেছে পাকিস্তান। বড় সংগ্রহের পথে এগোচ্ছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দুই ব্যাটারই দেখেশুনে খেলতে থাকেন। সায়িম আইয়ুব আর সৌদ শাকিলের পর ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মোহাম্মদ রিজওয়ানও। বাংলাদেশের বিপক্ষে ৬৪ বলে তিনি তুলে নেন অর্ধশতক।
প্রথম দিনের খেলা শেষে পেসার হাসান মাহমুদ জানিয়েছিলেন ২০০ রানের আশেপাশে আটকাবেন পাকিস্তানকে। তবে এই জুটিতে ভর করে ইতোমধ্যেই দলীয় রান ২০০ করে ফেলেছে স্বাগতিকরা। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এই জুটি।
এর আগে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চারঘণ্টা পর শুরু হয় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সময় নেননি বাংলাদেশি পেসাররা।
ভেজা উইকেটের বাড়তি সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশি পেসাররা। নতুন বলে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন শরিফুল ইসলাম-হাসান মাহমুদ। তাদের গতি আর সুইংয়ে তাসের ঘরের মতো ভেঙে যায় পাক টপ অর্ডার। মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।
১৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তুলেন সৌদ শাকিল ও সায়িম আইয়ুব। এই দুই তরুণ ব্যাটারের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে পাকিস্তান। সায়িম তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে মাইলফলক ছুঁয়ে আর বেশি দূর এগোতে পারেননি। ৫৬ রান করা এই ওপেনারকে ফিরিয়ে ৯৮ রানের জুটি ভাঙেন হাসান।
এরপর দিনের বাকিটা সময় মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে নিরাপদে কাটিয়েছেন শাকিল।সায়িম আইয়ুবের মতো তিনিও তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তার এই অর্ধশতকে ভর করে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে প্রথম দিন শেষ করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন হাসান ও শরিফুল।
(ঢাকাটাইমস/২২আগস্ট/ এনবিডব্লিউ)

মন্তব্য করুন