স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৪, ১৫:২০| আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৫:২২
অ- অ+

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহ জাতীয়করণের এক দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি’।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান ধর্মঘটে এই দাবি জানান তারা।

জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো এই অবস্থান ধর্মঘট পালন করছেন তারা।

অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, “১৯৭৮ অডিনেন্স ১৭ (২) ধারা মোতাবেক মাদরাসা শিক্ষাবোর্ডের শর্তপূরণ সাপেক্ষে নিবন্ধিত হয়। নিবন্ধিত হওয়ার পর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বাড়তে বাড়তে ২০১৩ সালের ৯ জানুয়ারি বিগত সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করা হয়, প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অতীতে সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ ও বর্তমানে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২-৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায়। কিন্তু ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয়করণ তো দূরের কথা এমপিওভুক্তও করা হয়নি। তারপরও প্রাথমিক বিদ্যালয়ের মতো শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন।

তারা আরও বলেন, ১৯৮৪ সাল থেকে অদ্যাবধি ৩৯ বছর পর্যন্ত শিক্ষকরা বিনা বেতনে কোমলমতি শিশুদের পাঠ দিয়ে আসছে এবং শিক্ষকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন, যা মানবাধিকার লংঘন ও বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার লংঘনের শামিল। আশা করি প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা আমাদের এক দফা দাবি বাস্তবায়ন করবেন।

কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাও. মো. তাজুল ইসলাম ফরাজী, আন্দোলনের সমন্বয়ক মাও. মোহাম্মদ আল-আমিন, মাও. সামছুল হক আনছারী, মাস্টার শওকত আলী, মো. রবিউল ইসলাম, মো. খোরশেদ আলম, মো. নূরুল আমীন প্রমুখ।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আজ
চার দফা দাবি বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, নেতাকর্মীদের ঢল
সিন্ধু নদীতে বাঁধ দিলে ভারতের ওপর আক্রমণ, হুঁশিয়ারি পাকিস্তানের
মদ্যপান লিভারের ক্ষতি করে, বিশ্বে প্রতিবছর মারা যায় ৩০ লাখ মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা