৭ রানের জন্য সেঞ্চুরি মিস সাদমানের, ২৪৯ রানে পিছিয়ে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি না বাংলাদেশের। এরপর একপ্রান্ত আগলে ধরে দলকে টেনে তোলার টেষ্টা করেন আড়াই বছর পর দলে চান্স পাওয়া সাদমান ইসলাম। দলে ফিরেই দারুণ এক ইনিংস খেললেন। কিন্তু তাতে মিশে রইলো আক্ষেপ। মাত্র ৭ রানের জন্য যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা করতে পারলেন না সাদমান। ১৮৩ বলে ৯৩ রান করে পথ ধরেন সাজঘরের। তার বিদায়ের পর ৬৬ ওভারে ১৯৯ রান করে চা পানের বিরতিতে গেছে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ২৪৯ রানে।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে ৪২১ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ।দ্বিতীয় দিনের মতো আজও নির্ধারিত সময়ের আগে শুরু হয় তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান। শুরু থেকেই এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন।
তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নাসিম শাহ। নাসিম শাহ এর বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৫৮ বলে ১২ রান করা জাকির হাসান। তার বিদায়ে ৩১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
জাকির হাসানের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। সাদমানের সঙ্গে জুটি বেধে দেখেশুনেই খেলতে থাকেন তিনি। তবে নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তিনি। ৪২ বলে ১৬ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৫৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
৫৩ রানে দুই উইকেট হারানোর জুটি বেধে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক। এই জুটিতে ভর করে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। ১২৩ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি। মুমিনুল হকও আছেন অর্ধশতকের দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত ৪৮ ওভারে ১৩৪ রান করে মধ্যাহ্নবিরতিতে যায় টাইগাররা।
মধ্যাহ্নবিরতি থেকে ফিরে অর্ধশতক তুলে নেন মুমিনুল হক। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ৭৬ বলে ৫০ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৯৪ রানের জুটি।
মুমিনুল হকের বিদায়ের পর অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাধেন সাদমান। মুশফিককে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেলেন তিনি। নিজেও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে একেই হয়তো মন্দ কপাল। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা সাদমান চা পানের বিরতির আগের শেষ বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। মাত্র সাত রানের জন্য শতক মিস করেন তিনি। তার বিদায়ের পর ৬৬ ওভারে ১৯৯ রান করে চা পানের বিরতিতে গেছে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ২৪৯ রানে।
এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন পুরোপুরি নিজেদের করে নেয় স্বাগতিক পাকিস্তান। এই টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ঝুঁলিতে দুই উইকেট ছাড়া আর কিছুই নেই। প্রথমদিনের অপরাজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ২৪০ রানে ভর করে দলীয় ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সৌদ শাকিল ২৬১ বলে ১৪১ রান করে ফিরে গেলেও রিজওয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৭১ রান করে।
এরপরেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যেখানে ১২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নাজমুল শান্তর দল। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ৪২১ রানে পিছিয়ে থাকে বাংলাদেশ।
এর আগে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চারঘণ্টা পর শুরু হয় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সময় নেননি বাংলাদেশি পেসাররা।
ভেজা উইকেটের বাড়তি সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশি পেসাররা। নতুন বলে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন শরিফুল ইসলাম-হাসান মাহমুদ। তাদের গতি আর সুইংয়ে তাসের ঘরের মতো ভেঙে যায় পাক টপ অর্ডার। মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।
১৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তুলেন সৌদ শাকিল ও সায়িম আইয়ুব। এই দুই তরুণ ব্যাটারের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে পাকিস্তান। সায়িম তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে মাইলফলক ছুঁয়ে আর বেশি দূর এগোতে পারেননি। ৫৬ রান করা এই ওপেনারকে ফিরিয়ে ৯৮ রানের জুটি ভাঙেন হাসান।
এরপর দিনের বাকিটা সময় মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে নিরাপদে কাটিয়েছেন শাকিল।সায়িম আইয়ুবের মতো তিনিও তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তার এই অর্ধশতকে ভর করে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে প্রথম দিন শেষ করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন হাসান ও শরিফুল।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/ এনবিডব্লিউ)

মন্তব্য করুন