অবশেষে বাংলাদেশি পাসপোর্ট পেলেন হামজা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, ১০:৩৫| আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১০:৩৭
অ- অ+

বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার আকুতির কথা জানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। তবে মাঝে ভিসা জটিলতার কারণে শঙ্কায় পড়ে যায় তার বাংলাদেশের হয়ে খেলা। অবশেষে সেই শঙ্কা দূর হয়েছে। কয়েকদিন আগেই তার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যস্ততার জন্য লন্ডনস্থ হাইকমিশনে যেতে পারেননি তিনি। শুক্রবার ইংল্যান্ড স্থানীয় সময় বিকেলের পর হামজার মা পাসপোর্ট সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘হামজার পরিবার পাসপোর্ট সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা এখন সামনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য অগ্রসর হব।’

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চান। তিনি ইংল্যান্ড যুব দলে খেলায় বাফুফেকে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র প্রয়োজন। সেই অনাপত্তিপত্র পাওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে। সেই কমিটির সবুজ সংকেত পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই হামজার।

বাংলাদেশ সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানে খেলবে। এই উইন্ডোতে হামজার খেলার সম্ভাবনা নেই। তাকে এই বছরের অন্য উইন্ডোতে খেলানোর চেষ্টা করবে বাফুফে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/কেএ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা