শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ৬ দিনের টেস্ট, ফিরে এসেছে বাংলাদেশের স্মৃতি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, ১১:২৮
অ- অ+

একটি টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়ে থাকে। পাঁচদিন খেলার পরেই আসে এর ফলাফল, তবে মাঝেমধ্যে ঘটে এর ব্যতিক্রম। কিন্তু পাঁচ দিন নয় এবার ৬ দিনের টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। অবশ্য ম্যাচে খেলা হবে মোট ৫ দিনই। মাঝে এক দিন থাকবে রেস্ট ডে।

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা দুইটি টেস্ট খেলবে। আসন্ন এই টেস্ট সিরিজের সূচি প্রকাশ শ্রীলঙ্কান ক্রিকেট।

আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দুই টেস্টের প্রথমটি শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর। যার ফলে টেস্টের মাঝে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচন। তাই দিনটিতে হবে না খেলা। বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা।

টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বহু ঘটেছে এমন ঘটনা। গত শতাব্দীতে টেস্ট ক্রিকেটে ‘রেস্ট ডে’ ছিল নিয়মিত ঘটনা। ইংল্যান্ডে অনেক ম্যাচ ছয় দিন ধরে খেলা হতো। আর প্রায়ই রবিবার হতো না খেলা।

অন্যদিকে ২০ বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কার ঘরের মাঠের কোনো টেস্ট হচ্ছে ছয় দিন ব্যাপী। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টের মাঝে লঙ্কানদের স্থানীয় পোয়া ডে (পূর্ণিমা) পড়ায় সেদিন খেলা হয়নি।

সবশেষ ২০০৮ সালে বাংলাদেশর মাটিতেও ঘটে এমন ঘটনা। বাংলাদেশের সংসদ নির্বাচনের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের মাঝে ২৯ ডিসেম্বর ‘রেস্ট ডে’ রাখা হয়েছিল।

জেবি(ঢাকাটাইমস/২৩আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা