দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন লিটন

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন দীর্ঘদিন পরে রানে ফেরা লিটন দাস। অর্ধশতক তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর এগিতে নিয়ে যেতে পারলেন না তিনি।
আজ শনিবার (২৪ আগস্ট) সকালে ১৩২ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। আগের দুইদিনের মতো আজও নির্ধারিত সময়ের আগে শুরু হয় চতুর্থ দিনের খেলা। চতুর্থ দিনে আজ ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। শুরু থেকেই এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন।
তবে চতুর্থ দিন আর এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নাসিম শাহ। নাসিম শাহ এর বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেলেন অর্ধশতক তুলে নেওয়া লিটন দাস। আউট হওয়ার আগে করেন ৭৮ বলে ৫৬ রান। তার বিদায়ে ভাঙলো ১১৪ রানের জুটি।
এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৪২১ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। এরপর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। এই জুটির ৯৪ রানে ভর করে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। মুমিনুল হক ৫০ রানে ও সাদমান ইসলাম ৯৩ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এই দুই ব্যাটারের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে যান সাকিব আল হাসানও। সাকিবের বিদায়ের পর জুটি বাধেন মুশফিক ও লিটন দাস। এই দুই ব্যাটারই তুলে নেন জোড়া অর্ধশতক। এই দুই ব্যাটারের ৯৮ রানে ভর করে ৯২ ওভারে ৩১৬ রান করে তৃতীয় দিন শেষ করে নাজমুল শান্তর দল।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এনবিডব্লিউ)

মন্তব্য করুন