মুশফিকের পর লিটনও পুরস্কারের অর্থ দিলেন বন্যার্তদের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৪, ১৮:২৫
অ- অ+

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কিছু জেলা। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতে বন্যার পানিতে আটকে পড়ে আছেন লাখ লাখ মানুষ। এখনও পানিবন্দি আছেন তারা। এমন সময়েই পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও বাংলাদেশের ক্রিকেটাররা দেশের বন্যার এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সময় কাটিয়েছেন। তবুও, বাংলাদেশের মানুষকে অসাধারণ এক জয় উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই জয়ে দারুণ অবদান রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ম্যাচসেরা হিসেবে পাওয়া প্রাইজমানির পুরোটাই বাংলাদেশের বানভাসি মানুষের জন্য দেয়ার ঘোষণাটাও রাওয়ালপিন্ডি থেকে দিয়ে রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল। একই পথে হাঁটলেন লিটন দাসও।

প্রথম ইনিংসে মুশফিকের সঙ্গে ১১৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন লিটন দাস। উইকেটের পেছনেও দেখিয়েছেন ক্ষিপ্রতা। প্রথম ইনিংসে শান মাসুদ ও বাবর আজমের ক্যাচ ধরার পাশাপাশি দুর্দান্ত এক থ্রোয়ে স্ট্যাম্পিং করেছেন সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩টি ক্যাচ। ফলে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে লিটনের হাতেই।

মুশফিকের মতো লিটনও তার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুকে লিটনের ভেরিফায়েড পেজে লেখা হয়েছে, 'পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।'

এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে লিটন পেয়েছেন ১ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশের মুদ্রায় যা ৪২ হাজার ৯০৫ টাকার সমান। পুরো অর্থটাই তিনি বন্যার্তদের সহায়তায় দান করেছেন।

বাংলাদেশের সামনে এখন পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ। আগামী ৩০ আগস্ট একই স্টেডিয়ামেই দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা