সাকিব মিথ্যা মামলার আসামি, দাবি মুমিনুলের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, ১০:৪৯
অ- অ+

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিবের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিবসহ আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে। যার রেশ ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে সাকিবের বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তার সতীর্থরা। এবার সেই তালিকায় যোগ দিলেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সাকিবের বিরুদ্ধে মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন তিনি।

সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

তিনি আরও লিখেছেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫০ রান করা মুমিনুল টেস্ট জয়ের পর ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন। সাকিব প্রসঙ্গে লিখেছেন সেখানেও, ‘সাকিব ভাই সব সময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন তিনি; ইতিহাস গড়ার ম্যাচে সাকিব ভাইয়ের স্পেলও ছিল সমান কার্যকরী। আপনার সার্ভিস আরও লম্বা সময় বাংলাদেশ দল পাবে, সেটাই প্রত্যাশা। আপনার ভালো-খারাপ সব সময়ই পাশে আছি সবাই।’

একই স্ট্যাটাসে মুমিনুল প্রশংসা করেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজেরও, ‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের মাটিতে জয়ে দারুণ এক শুরু। মুশফিক ভাই, মিরাজ দুর্দান্ত পারফর্ম করেছে। মুশফিক ভাই নিজের ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দিয়েছেন। সংকটকালীন এই অবস্থা দ্রুতই কাটিয়ে উঠুক বন্যার্তরা।’

দেশের ক্রান্তিকালে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুমিনুলের আশাবাদ, ‘চলমান সংকট দ্রুত কাটিয়ে উঠবে, সেই দোয়া আমাদের সবার।’

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা