বন্যার্তদের জন্য ত্রাণ পাঠাল বিসিবি

ক্রীড়িা ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, ১৩:৩০
অ- অ+

দেশের বেশ কিছু জেলা পড়েছে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে। আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব তহবিল থেকে ১ কোটি টাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার কথা জানিয়েছিল তারা। এবার ক্রিকেট বোর্ড বন্যাদুর্গত এলাকায় ত্রাণও পাঠিয়েছে।

বন্যার্তদের সহায়তায় আগে থেকেই সরব ছিলেন ক্রিকেটাররা। গতকাল রবিবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ম্যাচসেরার পুরস্কারের সমস্ত অর্থ দান করে দিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া ‘এনার্জিটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ পুরস্কার পাওয়া লিটন কুমার দাসও তার পুরস্কারের সব অর্থ বন্যার্তদের দিয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি এবার যুক্ত হলো বিসিবিও।

বিসিবি জানিয়েছে, আজ সকালে শুকনা খাবারসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্রের ৩ হাজার প্যাকেট বন্যাদুর্গত এলাকায় পাঠিয়েছে তারা। এক একটা ব্যাগে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইটার ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে।

বন্যা কবলিত এলাকায় খাবার সংকটের পাশাপাশি বিদ্যুৎ না থাকায় রাতে সমস্যা পড়তে হয় দুর্গতদের। তাই মোমবাতি ও লাইটার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। বিসিবির পাশাপাশি ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন বন্যার্তদের পাশে।

ইতিমধ্যে সর্বশেষ যুব বিশ্বকাপের ক্রিকেটাররা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেছেন। এগিয়ে আসার ঘোষণা দিচ্ছেন অনেকেই।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা