চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। নগরীর বায়েজিদ বোস্তামি থানার কুয়াইশ-অক্সিজেন সড়কের নাহার গার্ডেনের সামনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাসুদ কয়সার ও মোহাম্মদ আনিস। আনিস কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে এবং মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাহার গার্ডেনের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি ওসি।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/কেএম)