কানপুর টেস্টে দুই পরিবর্তনের আভাস ভারত দলে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৬| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪
অ- অ+

দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে হেসেখেলেই হারিয়েছে ভারত। চেন্নাইয়ের লাল মাটির পিচে প্রথম দিনের প্রথম দুই সেশনেই কেবল ভুগতে হয়েছিল স্বাগতিকদের। এরপর থেকেই ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের করে নেয় ভারত। রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটির পর থেকে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি চেন্নাই টেস্টে।

পরের টেস্ট কানপুরে। ভারতের সামনে ঘরের মাঠে টানা ১৮ টেস্ট সিরিজ জিতে নেয়ার সুযোগ। নিজেদের মাঠে টানা টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আগে থেকেই নিজেদের করে রেখেছিল টিম ইন্ডিয়া। এবার সেটাকে আরও বাড়িয়ে নেয়ার সুযোগ ভারতের সামনে। তবে ভারতের সামনে আছে আরও কিছু লক্ষ্য।

সামনেই ঘরের মাঠে নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজ। আর নভেম্বরে আছে অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই দুই সিরিজকে সামনে রেখে দলে আসতে পারে বেশকিছু পরিবর্তন। সিরিজ শুরুর আগেই যার আভাস দিয়ে রেখেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ করেপেস ইউনিটে পরিবর্তন আসছে তা অনেকটা নিশ্চিত।

কানপুরে নাও দেখা যেতে পারে জাসপ্রিত বুমরাহকে। চেন্নাইয়ে বাংলাদেশের নাভিশ্বাস তুলেছিলেন এই পেসার। পরের সিরিজগুলোতে ভারতের তুরুপের তাস হতে পারেন তিনি। যে কারণে কানপুরে তাকে একাদশে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপকে দেখা যাবে দুই পেসারের ভূমিকায়।

বুমরাহর বদলে বোলিং লাইনআপে যুক্ত হবেন কুলদীপ যাদব। ইংল্যান্ড সিরিজে ১৯ উইকেট পাওয়া কুলদীপ প্রথম টেস্টের দলে ছিলেন না। এবার তাকে সুযোগ দেয়া হতে পারে। সুযোগ পেতে পারেন সরফরাজ খানও। লোকেশ রাহুল নিজেকে খুঁজে পাননি বাংলাদেশের বিপক্ষে। তাকে এই টেস্টে বিশ্রামে রাখা হতে পারে।

একইসঙ্গে, রোহিতের কাছে ঋষভ পান্তের আবদারের প্রসঙ্গটাও চলে আসছে। চেন্নাইয়ে জেতার পরেই পান্তের চাওয়া ছিল, টেস্টে তার চেনা ৫ নং পজিশনেই ফিরিয়ে আনা হোক। ভারতের টিম ম্যানেজমেন্টও পান্তের এই চাওয়ার প্রতি ইতিবাচক। এক্ষেত্রে তাই পান্তকে নিয়ে যাওয়া হবে ৫নং পজিশনে। আর লোয়ার মিডল অর্ডারে থাকবেন সরফরাজ খান।

কানপুর টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি ও মোটরসাইকেল
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১০ ইউনিট
ভারতের একাধিক সামরিক ওয়েবসাইট হ্যাকড করল পাকিস্তানি হ্যাকাররা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা