ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জেতালেন সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০
অ- অ+

ফরচুন বরিশালের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়িয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বল হাতে ৮ উইকেট নিলেও নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের। সেই সিরিজের পর থেকে নানাবিধ কারণে মাঠের বাইরে আছেন তিনি।

এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাইফউদ্দিন। যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলছেন এই পেস বোলিং অলরাউন্ডার। আটলান্টার জার্সিতে সময়টাও কাটছে দারুণ। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলকে জেতালেন বাংলাদেশি এই ক্রিকেটার।

গতকাল (রবিবার) আটলান্টা ফায়ারের প্রতিপক্ষ ছিল ফোর্ট লডারডেল লায়ন্স। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সাইফউদ্দিনের দল।

বিধ্বংসী সেঞ্চুরি হাঁকান স্টিভেন টেলর। ৬১ বলে খেলেন ১১২ রানের ইনিংস। ফিনিশিংয়ে দারুণ ক্যামিও ইনিংস খেলেছেন সাইফউদ্দিন। ২টি চার ও ৩টি ছক্কার মারে ১৮ বলে ৩২ রান করেন। শেষপর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে আটলান্টা।

ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতে ইনিংসের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন সাইফউদ্দিন। রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই উইকেট হারায় লডারডেল। ক্যারিবীয় গ্রেট শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলকে গোল্ডেন ডাকের স্বাদ দেন সাইফউদ্দিন। শেষদিকে আরও একটি উইকেট শিকার করেন টাইগার এই অলরাউন্ডার।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানে থামে লডারডেলের ইনিংস। তাদের পরাজয় ৭৪ রানের বড় ব্যবধানে। ৪ ওভার বল করে জোড়া উইকেট শিকারের দিনে সাইফউদ্দিন খরচ করেছেন মাত্র ১১ রান, তাও ছিল একটি মেডেন ওভার।

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি ও মোটরসাইকেল
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১০ ইউনিট
ভারতের একাধিক সামরিক ওয়েবসাইট হ্যাকড করল পাকিস্তানি হ্যাকাররা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা