ভারতের বিপক্ষে শেষ টেস্টে সাকিবের খেলা নিয়ে যা জানাল বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২২
অ- অ+

চেন্নাই টেস্টে ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। কিংবদন্তি অলরাউন্ডারের এমন নিষ্প্রভতা বিতর্ক উসকে দিয়েছে তার ফিটনেস নিয়ে। প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়েও। যে কারণে ম্যাচে ঠিকঠাক বোলিংটা করতে পারেননি তিনি।

কানপুর টেস্টের আগে সাকিব আল হাসান আলোচনায় ইনজুরি শঙ্কার কারণে। চেন্নাইয়ে বোলিংয়ের সময় ব্যথা অনুভব করছিলেন সাকিব। পরে ব্যাটিংয়ের সময় একই আঙুলে ফের আঘাত পান তিনি। এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। আলোচনা চলছে দ্বিতীয় টেস্টে খেলবেন কি না। সাকিবের সর্বশেষ অবস্থা আজ (সোমবার) গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার।

চেন্নাইয়ে বাংলাদেশ দলের টিম হোটেলে প্রধান নির্বাচক হান্নান সরকার সাকিবের ইনজুরি নিয়ে বলেন, ‘আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাঁকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব।’

সাকিবের চোটের বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে হান্নান আরও বলেন, ‘আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’

কানপুর টেস্টে সাকিবের খেলা না খেলা নির্ভর করছে অনুশীলনের আগে সেরে ওঠার ওপর। তবে বোলিং করতে না পারলে শুধু ব্যাটার হিসেবেও তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাংলাদেশের নির্বাচক, ‘যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’

এই মুহূর্তে সাকিব ঠিক কতটা ফিট, তা নিয়ে ‘জাজমেন্ট’ করতে চান না হান্নান। কানপুরে অনুশীলনের পরেই যে সিদ্ধান্ত নেয়া হবে তা নিশ্চিত করেন তিনি, ‘আমি পারসেন্টেজের জাজমেন্ট এই মুহূর্তে করব না। গতকাল খেলা শেষ হয়েছে। আজ ডে অফ। আগামীকাল কানপুর যাচ্ছি। তারপর দুটি সেশন থাকবে। সেটা দেখে ওই জাজমেন্টে যাব। এই দুইটা দিন কিন্তু তাঁকে ফিজিও পুরো পর্যবেক্ষণে রেখেছে। আমরা যখন মাঠে ফিরব, সেখান থেকে ফিজিওর একটা তখন নেব। আজ-কাল পুরোপুরি বিশ্রাম। এখানে বল-ব্যাট ধরার ব্যাপার নেই।’

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত।

এর আগে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়া হবে কি না এমন এক প্রশ্নের জবাবে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্!’ এরপর টাইগার অলরাউন্ডারের মাঠের বাইরের পারফরম্যান্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি ও মোটরসাইকেল
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১০ ইউনিট
ভারতের একাধিক সামরিক ওয়েবসাইট হ্যাকড করল পাকিস্তানি হ্যাকাররা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা