সাকিবকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি: ফারুক আহমেদ

দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এজন্য যে নিরাপত্তা সাকিব চেয়েছিলেন সেটি ক্রিকেট বোর্ডের হাতে নেই বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ বিষয়ে সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার বিকালে বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিসিবি সভাপতি।
ফারুক আহমেদ বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। এ ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।
তিনি বলেন, ‘আমি তো আসলে কোনো এজেন্সি না। এটা বিসিবির হাতে না। সরকারের কাছ থেকে আসতে হবে নিরাপত্তা। দুই ধরনের নিরাপত্তা আছে। একটা মামলার, আরেকটা হচ্ছে সমর্থকদের।’
তিনিও চান ক্যারিয়ারের শেষ টেস্ট সাকিব দেশের মাটিতে খেলুক উল্লেখ করে ফারুক বলেন, ‘সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই।’
সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের পক্ষ থেকেও আসতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সাকিব একজন রাজনীতিবিদি, সবাই জানেন, সবকিছু মিলিয়ে সে হয়তো নিরাপদ বোধ করছে না। এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না তিনি।’
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট’।
তবে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনার একটি মামলার আসামি সাকিব। দেশে ফিরলে গ্রেপ্তার বা অন্যভাবে হয়রানির একটা শঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে নিরাপত্তা চেয়ে সাকিব বলেন, ‘আমি দেশে গিয়ে যেন খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমআর)

মন্তব্য করুন