খেলোয়াড়, সংগঠক, রেফারি ও কোচদের সঙ্গে বসছেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫
অ- অ+

শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরের সংস্কার কাজ শুরু করেছে। উদ্যোগ নেওয়া হয়েছে ক্রীড়াঙ্গন সংস্কারেরও। আজ শুক্রবার ছুটির দিন। এই ছুটির দিনের বিকেলে ক্রীড়াঙ্গনের ছোট মিলনমেলা ঘটছে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে।

বিভিন্ন খেলার কোচ, রেফারি, সংগঠক ও খেলোয়াড়কে মত বিনিময়ের আমন্ত্রণ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বিকাল ৪ টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শুরু হবে এই মতবিনিময় সভা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া চলতি মাসের শুরুতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছিলেন। সাংবাদিকদের পর এবার ক্রীড়াঙ্গনের অন্য চার অংশীজন খেলোয়াড়, কোচ, সংগঠক, রেফারিদের সঙ্গে বসছেন।

গত পরশু জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জাতীয় ক্রীড়া পরিষদের অধীভুক্ত সকল ফেডারেশন, এসোসিয়েশনকে আজকের অনুষ্টানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। প্রতি ফেডারেশন/এসোসিয়েশন থেকে একজন করে সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারির নাম প্রেরণ এবং সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা ক্রীড়াঙ্গনের চার ক্ষেত্রের ব্যক্তিবর্গের সঙ্গেই আলোচনা করতে চান।

৫ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে সংকটে সংগঠকরা। অনেক ফেডারেশনের কর্মকর্তারা আসছেন না। কেউ পদত্যাগ করছেন আবার কেউ চেষ্টায় আছেন পদ টিকিয়ে রাখার জন্য। ফেডারেশনের বিদ্যমান সংগঠকরা আজকের সভায় কয়জন উপস্থিত হন সেটাই দেখার বিষয়। আসলেও তাদের এই মতামত/পরামর্শ কতটুকু গুরুত্ব পায় সেটাও প্রশ্ন কারণ তারা দীর্ঘদিন চেয়ারে থেকেও খেলার উন্নয়ন করতে পারেননি।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালভোগ-গোলাপখাসে শুরু সাতক্ষীরার আম মৌসুম
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা