ছয় মাসের জামিন পেলেন রানা প্লাজার মালিক সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ১৫:২৬
অ- অ+

সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাকশ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবনমালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

এর আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল সোহেল রানাকে একবার জামিন দিয়েছিলেন আদলত। তবে মুক্তির আগেই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৬ পোশাক শ্রমিক। আরও কয়েক হাজার শ্রমিক আহত হন।

সেসময় বিশ্বজুড়ে তোলপাড় হওয়া বড় ওই দুর্ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবনমালিক সোহেল রানা যশোরের বেনাপোল থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে সোহেল রানার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা