বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গভীর রাতে ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১৪:২৭
অ- অ+

দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে ২০২৪ সাল। চলতি বছরে শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসে দুটি ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে খেলতে নামবে ব্রাজিল।

যেখানে ভেনেজুয়েলার মুখোমুখি হবে সেলেসাওরা। ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের মধ্যে পার্থক্য ৩৯ ধাপ। তবে ভেনেজুয়েলাকে ছোট দল হিসেবে দেখছেন না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ দরিভাল জুনিয়র।

মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথেয়তা ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না ম্যাচটি। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো লাইভ স্ট্রিম অ্যাপ ফ্যানাটিজ ইউএসএতে ব্রাজিল-ভেনেজুয়েলার লড়াই দেখা যাবে। এছাড়া ফেসবুক-ইউটিউবের বিভিন্ন চ্যানেলেও দেখা যাবে খেলা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল সবশেষ অক্টোবরে চিলি ও পেরুর বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পেয়েছে। তাই এই ম্যাচ নিয়েও আশাবাদী কোচ দরিভাল। সেই লক্ষ্যে ব্রাজিলের শহর বেলেমে অনুশীলন করেছে সেলেসাওরা। এই ম্যাচ নিয়ে দরিভাল বলেছেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’

এরপর তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি। শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৮ ম্যাচের ৪টিতেই হেরেছিল ব্রাজিল। তবে এরপর ঘুরে দাঁড়ায় দরিভালের দল। বর্তমানে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে প্লে অফ খেলে আসতে হবে।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা