খেলাপি ঋণ বেড়ে দুই লাখ ৮৫ হাজার কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:১৩
অ- অ+

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বাড়ল। অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে খেলাপি ঋণের পরিমাণ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের প্রায় ১৭ শতাংশ।

রবিবার (১৭ নভেম্বর ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। বিতরণ করা ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকার ১৬ দশমিক ৯৩ শতাংশ। শুধু তাই নয় গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত আগের তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে এতদিন ব্যাংকগুলো বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করতো। স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজি করে আসল তথ্য চাপা দিয়ে রাখত। আওয়ামী লীগ সরকার পতনের পর এখন সেই সুযোগ বন্ধ হওয়ার ফলে এক লাফে খেলাপি ঋণ বেড়েছে।

খেলাপি ঋণ বাড়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমকে বলেন, ‘খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তনেএনে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা হয়েছে। এ কারণে খেলাপি ঋণ বেড়েছে।’

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা